[ad_1]
শেয়ার বিজ ডেস্ক: ভারতে অর্থনৈতিক সঙ্কটের জেরে টানা এক বছর ধরেই ব্যবসায় খরা চলছিল। সে ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই করোনার প্রকোপ। তাতে বিপুল ক্ষতির মুখে পড়েছে দেশটির বৃহত্তম গাড়ি কোম্পানি মারুতি সুজুকি। এপ্রিল মাসে একটিও গাড়ি বিক্রি হয়নি তাদের। খবর: আনন্দবাজার।
প্রতিষ্ঠানটির তরফে এপ্রিলের যে রিপোর্ট প্রকাশ করে হয়েছে, তাতেই এমন চিত্র ধরা পড়েছে। দেশীয় বাজারে এ প্রথম এমন অবস্থার মধ্যে পড়তে হলো মারুতিকে।
তবে শুধুমাত্র মারুতি নয়, ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি থাকায় অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যবসা-বাণিজ্যও বন্ধ ছিল। তাদের রিপোর্ট সামনে এলেও একই চিত্র ধরা পড়বে বলে মনে করা হচ্ছে।
করোনার প্রকোপ রুখতে গত ২২ মার্চ জনতা কার্ফুর দিন থেকেই মারুতির বিক্রি বন্ধ। তার আগে পর্যন্ত ৮৩ হাজার ৭৯২ টি ইউনিট বিক্রি করতে পেরেছিল তারা। অথচ গত বছর মার্চ মাসে ১ লক্ষ ৫৮ হাজার ৭৬ টি ইউনিট বিক্রি হয়েছিল তাদের। অর্থাৎ এ বছর মার্চে মারুতির বিক্রি প্রায় ৪৭ শতাংশ কমে আসে। লকডাউনের জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
প্রিন্ট করুন