[ad_1]
বিশ্লেষকরা জানাচ্ছেন, জিও এখন দুনিয়ার অন্যতম সম্ভাবনাময় ডিজিটাল ব্র্যান্ড। তাই একে ঘিরে আগ্রহ দেখাচ্ছেন বিদেশি লগ্নিকারীরা।
# মুম্বই: ফেসবুকের পর রিলায়েন্স জিও-র হাত ধরে ভারতে আবারও বড় মাপের বিদেশি লগ্নি। জিও-তে ৫,৬৫৬ কোটি টাকা লগ্নি করল মার্কিন ইক্যুয়িটি ফান্ড সংস্থা।
রিলায়েন্স জিও-র ১.১৫ শতাংশ মালিকানা হাতে নিতেই এই লগ্নি। সিলভার লেক পার্টনার্স দুনিয়ার অন্যতম সেরা বিনিয়োগকারী সংস্থা।
কয়েক দিন আগেই গোটা দুনিয়াকে চমকে দিয়ে রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা হাতে নেয় ফেসবুক। এজন্য প্রায় ৪৪ হাজার কোটি টাকা ঢালছে মার্কিন সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা। সোমবার ফের চমক রিলায়েন্স জিও-র। এবার জিও প্ল্যাটফর্মে সামিল তথ্য-প্রযুক্তি বিনিয়োগে দুনিয়ার অন্যতম সেরা ফান্ড সংস্থা।
তথ্য-প্রযুক্তি সংস্থায় বিনিয়োগে দুনিয়ার সেরা সংস্থা হিসাবেই পরিচিত সিলভার লেক। সিলভার লেকের হাতে ৪ হাজার কোটি ডলারের সম্পদ রয়েছে ৷ এয়ার বিএনবি, আলিবাবা, অ্যালফাবেট, ডেল, ট্যুইটারের মতো সংস্থায় লগ্নি এর আগে করেছে সিলভার লেক ৷
করোনা সংকটে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। তারই মধ্যে পরপর দুটি বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স জিও। বিশ্লেষকরা জানাচ্ছেন, জিও এখন দুনিয়ার অন্যতম সম্ভাবনাময় ডিজিটাল ব্র্যান্ড। তাই একে ঘিরে আগ্রহ দেখাচ্ছেন বিদেশি লগ্নিকারীরা। এই চুক্তি দু-পক্ষের হাত শক্ত করবে বলেও দাবি দুই সংস্থার। রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির দাবি, এই চুক্তি ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ এগিয়ে দেবে। সিলভার লেকের অভিজ্ঞতা ও প্রযুক্তি সুবিধা পাবে রিলায়েন্স জিও। এই চুক্তি ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ ৷ নিয়ামক সংস্থার অনুমোদনের পরই চুক্তি রূপায়ণের কাজ শেষ হবে।
/ 1039154 / Bengali_News18 / Bengali_News18_ImpressionsTrackers / Bengali_News18_ImpressionsTrackers_BharatMatrimony
bharat matronay static ads end ->
First published:
May 4, 2020, 5:49 PM IST
পুরো খবর পড়ুন