[ad_1]
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার কোভিড -১৯ করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও আলোচনার সময় আক্রান্তের কথা নিজেই জানিয়েছেন মিখাইল মিশুস্তিন।
গত জানুয়ারি থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে রয়েছেন ৫৪ বছর বয়সি মিখাইল মিশুস্তিন। কোভিড -১৯ এর বিরুদ্ধে রাশিয়ায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রিপোর্ট পজিটিভ আসার পরেই হোম-আইসোলেশনে যান প্রধানমন্ত্রী। নিজের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন। প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্ড্রে বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য এদিন ডিক্রি স্বাক্ষর করেন পুতিন। করোনা হওয়ার পর সেলফ আইসোলেনশনে রয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।
করোনার সংক্রমণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বানন জানান তিনি।
ওয়ার্ল্ডমিটার জরিপ বলছে, রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। মারা গেছেন ১ হাজারের অধিক।
শেয়ার করুন: