[ad_1]
Kabir Sumon posted his will on Facebook. Lyricist, songwriter, singer and former MP Sumon uploaded the will to his Facebook wall on Friday. Where it says, after his death, all his creations should be taken by truck and destroyed by the Calcutta municipality.
Sumon further wrote in his handwritten will entitled ‘For everyone’s information’, ‘May my body be donated to medical work. There should be no memorial meeting, mourning meeting, prayer meeting. All my manuscripts, songs, compositions, notation, recordings, hard drives, pen drives, notebooks, prints must be delivered as if they were called by the Municipality of Calcutta. Nothing of mine should have fallen after my death. All instruments, musical instruments, tools that I have used should be destroyed. Otherwise, it will be my insult. ‘
Sumon entered the world of modern Bengali music in the early nineties with the album ‘Tomake Chai’. It became very popular. Bengalis accepted him as the father of twisted modern Bengali music. In time he entered politics. Involved with the Singur-Nandigram movement. Later he won in the Jadavpur Lok Sabha constituency on the Trinamool ticket and became a deputy. Although his relationship with the Trinamool Congress has been strained for some time, he is currently a supporter of Mamata Banerjee and a staunch opponent of the BJP.
He is currently practicing Bengali carefully. In addition, he also posts his own photos on Facebook. Meanwhile, he did not say why this will was sudden.
Will of Kabir Sumon.
However, he said: “Consciously, consciously, on the basis of independent thinking and decision, I am informed that only Mrinmayee Tokdar will have the right to take responsibility and make decisions in the event of illness, hospitalization or death.” (The mother’s name is Pratima Tokdar, the father’s name is Debabrata Tokdar). No one else will have any rights in all these matters and cases. “
সুমনের পোস্টের নীচে মৃন্ময়ী লিখেছেন, তিনি সুমনের দেওয়া ওই দায়িত্ব স্বীকার করে নিচ্ছেন।
ইচ্ছাপত্রে ‘নাগরিক কবিয়াল’ আরও লিখেছেন, ‘খুব জরুরি বিষয়। আবেগহীনভাবে সকলকে জানিয়ে রাখছি, কারণ হঠাৎ কিছু ঘটে গেলে কঠিন সমস্যা দেখা দেয়। প্রায় অনুরূপ একটা সমস্যা দেখা দিয়েছিল ২০১২ সালে আমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর। খোলাখুলি সকলকে জানিয়ে রাখছি। অনুগ্রহ করে মতামত দেবেন না। ভালমন্দ কিছু লিখবেন না। এটা এক প্রবীণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অনেক অভিজ্ঞতার পর, অনেক ভেবেচিন্তে লিখছি। ফেসবুকে, যাতে অনেকেই এটা জেনে যান। অনুগ্রহ করে আবেগের বশবর্তী হবেন না, উপদেশ পরামর্শ দেবেন না’। লিখেছেন, ‘আমার জীবনে কোনও হতাশা, দুঃখ, ব্যর্থতাবোধ, অবসাদ নেই। আমি সানন্দে বেঁচে আছি। আমার কাজ করে যাচ্ছি’।
ফেসবুক পোস্টের নীচে লিখেছেন, ‘জন্মস্বাধীন। স্বপরিশ্রমে ও স্বখরচায় স্বেচ্ছাচারী, কবীর সুমন’।
কেন সুমন স্বহস্তে ওই ইচ্ছাপত্র লিখলেন, তা স্পষ্ট নয়। যেমন স্পষ্ট নয়, কেন এমন ফেসবুক পোস্ট। প্রসঙ্গত, শুক্রবার রাত পর্যন্ত পোস্টটি ৪০টি শেয়ার হয়েছে।
[ad_2]