[ad_1]
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যের সংখ্যা ২৩৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে সাত হাজার ২৬৭ টি। নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার ২০৮ টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ২৯ হাজার ৮৬৫ টি। সাত হাজার ২০৮ টি নমুনার মধ্যে শনাক্ত হয়েছে এক হাজার ৩৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টার পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী হিসাব করে দেখা গেছে ১৪ দশমিক ৩৫ ভাগ রোগী শনাক্ত হয়েছে।
আজ বুলেটিনে নাসিমা সুলতানা আরো বলেন, ‘২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছে। তাদের মধ্যে
পাঁচজন পুরুষ ও ছয়জন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে দুজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। মৃত্যুদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন। ’
নাসিমা সুলতানা আরো বলেন, এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ৯০২ জন। তিনি বলেন, দেশে করোনায় সুস্থতার হার ১৮ দশমিক ৫২ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮ তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ১৫ হাজার ৬৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
[ad_2]