ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৮০ লাখ টাকার খোঁজ পায়নি পুলিশ



[ad_1]

ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকার একটি বস্তা খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার পুরান ঢাকার শাখা থেকে টাকা সংগ্রহের পর বাবুবাজার এলাকায় টাকাসহ বস্তাটি খোয়া যায় বলে জানা গেছে। তবে এই ঘটনায় এক দিন পরও কোনো সূত্র খুঁজে পায়ই পুলিশ।

ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান এ অভিযোগে গতরাতে রাজধানীর কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য জানিয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহের ব্যাংকের গাড়ি প্রধান কার্যালয়ের দিকে ফেরার সময় প্রহরী প্রথম একটি ব্যাগ না থাকার বিষয়টি খেয়াল করে’ ’

তিনি জানান, এরপর রেজিস্টার বই চেক করে তারা দেখেন যে ব্যাংকের বাংলাবাজার শাখা থেকে নেওয়া বস্তাটি গাড়িতে নেই। রেজিস্টার অনুযায়ী, ওই বস্তায় ৮০ লাখ টাকা ছিল বলে তিনি জানান।

ওসি আরও জানান, নগদ পরিবহনের দায়িত্বে থাকা ব্যাংকের একজন এক্সিকিউটিভ, গাড়িচালক ও দুইজন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খোয়া যাওয়া বস্তা খুঁজতে, ওই গাড়ি যেসব রাস্তা দিয়ে গেছে, সে সব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে।

তবে, প্রাথমিকভাবে এ ঘটনার কোনো সূত্র পর্যন্ত পাওয়া যায়নি বলে তিনি জানান।

[ad_2]