[ad_1]
শনিবার
সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও
৬৩৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার হাজার
৭৭০ জন।
স্বাস্থ্য
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য
তুলে ধরেন।
তিনি
জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায়
সুস্থ হয়েছেন ৩১৩ জন, এ নিয়ে মোট
২ হাজার ৪১৪ জন সুস্থ হলেন।
গত
এক দিনে যারা মারা গেছেন, তাদের সবাই পুরুষ। তাদের মধ্যে দুই জনের বয়স ছিল সত্তরের বেশি। দুইজনের বয়স ছিল ৬১-৭০ বছরের
মধ্যে, একজনের ৫১ থেকে ৬০
বছরের মধ্যে, ২ জনের ৪১-৫০ বছরের মধ্যে
এবং একজনের ৩১ -৪০ বছরের মধ্যে।
সারা
দেশে মোট ৩৫ টি ল্যাবে গত এক দিনে
৫ হাজার ৪৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে বুলেটিনে জানানো হয়।
পুরনো খবর
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড -১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড -১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
একদিনেই ৫ শতাধিক নতুন রোগী, মৃত্যু বেড়ে ১৩১
কোভিড -১৯: আক্রান্ত বেড়ে ৪১৮৬, মৃত্যু ১২৭ জনের
[ad_2]