লালা-ঘামের বিকল্প হিসেবে বল পালিশে নতুন পদ্ধতি আনছে কোকাবুরা – Kolkata24x7



[ad_1]

মেলবোর্ন: করোনা পরবর্তী সময়ে লাল বলের ক্রিকেট ক্রমশ কঠিন হতে চলেছে বোলারদের জন্য। কারণ নিরাপত্তার কথা মাথায় রেখে মেডিকেল টিমের সঙ্গে কথা বলে করোনা পরবর্তী সময়ে লালা-ঘাম ব্যবহারে রাশ টানতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। করোনা পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে বাইশ গজে অন্যতম চেনা ছবিটা উধাও হয়ে যাওয়া নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল।

বিগত কয়েকদিন ধরে ক্রিকেট সংক্রান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিষয়টি। লালা-ঘাম নিতান্ত ব্যবহার করা না গেলে লাল বলের ক্রিকেটে বেকায়দায় পড়বেন বোলাররা। তাই বোলারদের কথা চিন্তা করে, বলের স্যুইং পেতে করোনা পরবর্তী সময়ে কৃত্রিম পদার্থ ব্যবহারের বিষয়টিও ভেবে দেখছে আইসিসি। ফলে একসময় বল বিকৃতির আওতায় পড়ত যে বিষয়গুলি, সেগুলিই পরবর্তীতে স্বীকৃতি দিতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ক্রিকেটমহলে এই নিয়ে এখন জোর চর্চা।

এমন সময় বোলারদের জন্য খানিকটা সুখবর বয়ে আনল বল প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা। লালা-ঘাম ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে জল্পনার মাঝেই কোকাবুরা জানাল বলের পালিশ বজায় রাখতে এমন একটি মোমের প্রলেপ তারা বাজারে আনতে চলেছে, যা বিকল্প হতে পারে লালা কিংবা ঘামের। এব্যাপারে কোকাবুরার গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ‘আমরা বল পালিশের ব্যাপারে লালা এবং ঘামের বিকল্প তৈরিতে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়েছি। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বিকল্প হিসেবে আমরা মোমের তৈরি এক ধরনের প্রলেপ বাজারে আনতে চলেছি। ’

কোকাবুরা ম্যানেজিং ডিরেক্টরের আরও সংযোজন, ‘এই প্রলেপ ব্যবহারে বোলাররা কোনওভাবেই বাড়তি সুযোগ-সুবিধা পাবেন না। ক্রিকেটের জৌলুষও কোনওভাবেই ব্যাহত হবে না। এটি বল পালিশের পদ্ধতিতে কেবল পরিবর্তন আনবে মাত্র। ’উল্লেখ্য, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু বিধিনিষেধ নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। যার অংশ হিসেবে বলে লালা ও ঘাম লাগানোর ব্যাপারেও নিষেধাজ্ঞা আনছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব স্পোর্টস।

যদিও এব্যাপারে অনেকের সঙ্গে অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারও বলে লালা ব্যবহারের পক্ষে যুক্তি দেখিয়েছেন। তাঁর কথায়, ‘বছরের পর বছর ধরে ক্রিকেটে এই নিয়ম চলে আসছে। এর জন্য কেউ অসুস্থ হয়েছে বলে আমার জানা নেই। ড্রেসিংরুম সহ অন্যান্য সবকিছুই যেখানে শেয়ার করা হচ্ছে সেখানে লালা ব্যবহারে বদল আনার কোনও কারণ আছে বলে আমার মনে হয় না। আপনি যে কোনও উপায়ে জীবাণুর সংস্পর্শে আসতে পারেন। আমার মনে হয় না এজন্য কেবল লালা ব্যবহারে রাশ টানার প্রয়োজন আছে। যদিও আমি নিশ্চিত নই এ বিষয়ে। এবিষয়ে মন্তব্য করার কাজ আমার নয়। আইসিসি ও গভর্নর বডির সিদ্ধান্তের উপর নির্ভর করছে গোটা বিষয়টি। ’



[ad_2]