ধোনি শেষ খেলা খেলে ফেলেছে: হরভজন



[ad_1]

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে জল্পনা বেড়েই চলছে। এদিকে সাবেক অফ-স্পিনার হরভজন সিং তো ধোনির শেষ দেখে ফেলেছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেই নাকি ধোনি তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। বর্তমান দলের হার্ডহিটিং ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে এসব কথা বলেন হরভজন সিং।

হরভজন বলেন, ‘আমি যখন চেন্নাই সুপার কিংসের শিবিরে ছিলাম, তখন অনেকেই আমাকে ধোনির ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করেছিল। আমি জানি না, আসলে এটা ধোনির ওপরেই নির্ভর করছে। এখন জানতে হবে, সে ভারতের হয়ে আবার খেলতে চায় কিনা। আমি ধোনিকে যতদূর জানি, ও আর ভারতের নীল জার্সি পরতে চাইবে না। ভবিষ্যতে ধোনি আইপিএল খেলবে, কিন্তু আমার মনে হয় ভারতের হয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ২০১৯ বিশ্বকাপই শেষ। ‘

বর্তমান দল নিয়ে হরভজন বলেন, ‘বর্তমান দল বিরাট কোহলি আর তোমার (রোহিত) ওপর অতিরিক্ত নির্ভরশীল। কোহলি এবং তুমি আউট হওয়ার পর আমরা ৭০ শতাংশ ম্যাচ হেরে গেছি। নিচের দিকে কাউকে রাখা উচিত যে ম্যাচ জেতাতে পারে। আমাদের সময়ে সবার একটা বিশ্বাস ছিল, যদি প্রথম তিন জন রান না পায় কেউ না কেউ রান করে দেবে। আর সে কারণে ম্যাচ আমাদের হাত থেকে পিছ‌‌লে যেত না। এই দিকটা নিয়ে বর্তমান দলের কাজ করা উচিত। ‘



[ad_2]