ধোনিকে নিয়ে গান বাঁধার কথা সানিকে জানালেন ব্র্যাভো



[ad_1]

ক্রিকেটের পাশাপাশি নাচে-গানে উইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর বহুমুখী প্রতিভার কথা অজানা নয় ক্রিকেট অনুরাগীদের। ব্র্যাভোর লেখা এবং সুর করা ‘চ্যাম্পিয়ন’ গানটি বহুল জনপ্রিয়তা পেয়েছিল কয়েক বছর আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই গানে উইন্ডিজ ক্রিকেটারদের ড্রেসিংরুম সেলিব্রেশন ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। এবার আইপিলে তাঁর ফ্র্যাঞ্চাইজি দলনায়ক তথা প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে গান বাঁধছেন তিনি। ইনস্টাগ্রামে লাইভ চ্যাট সেশনে সানি লিওনকে জানালেন উইন্ডিজ অলরাউন্ডার।

রবিবার সোশ্যাল মিডিয়ায় চ্যাট সেশনে মডেল-অভিনেত্রী সানি লিওনের সঙ্গে লাইভ আড্ডায় অংশ নিয়েছিলেন ব্র্যাভো। সুদূর ত্রিনিদাদ থেকে গৃহবন্দি অবস্থায় সানি লিওনের সঙ্গে লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন তিনি। বিভিন্ন বিষয়ের পাশাপাশি সানি ব্র্যাভোকে জিজ্ঞাসা করেন কোনও নতুন গান তিনি তৈরি করছেন কিনা। জবাবে চেন্নাই সুপার কিংস তারকা জানান, তাঁর ‘নম্বর ৭’ শীর্ষক নতুন গানটি শুধুমাত্র তৈরি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির কথা মাথায় রেখে।

ব্র্যাভোর কথায়, ‘আমি নতুন একটি গান বাঁধছি, যেটার নাম‘ নম্বর ৭ ’। শুধুমাত্র এমএস ধোনির কথা মাথায় রেখেই গানটি তৈরি করছি। যেটা ধোনির ক্যারিয়ার, কৃতিত্ব একইসঙ্গে অন্যান্য ক্রিকেটার ও অনুরাগীদের তাঁর প্রতি ভালোবাসা সবকিছুর উপর নির্ভর করেই তৈরি হচ্ছে। ’

সানির সঙ্গে আলোচনায় ব্র্যাভোর এই ঘোষণা মন কেড়েছে ধোনি অনুরাগীদের। মহামারী করোনাভাইরাস নিয়েও ব্র্যাভো সম্প্রতি একটি গান বেঁধেছেন। ‘উই আর নট গিভিং আপ’ ইতিমধ্যে মুক্তিও পেয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সঙ্গেও ইনস্টাগ্রামে লাইভ চ্যাট সেশনে অংশ নিয়েছিলেন ব্র্যাভো। যেখানে ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজি অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার। ব্র্যাভো বলেছিলেন, ‘এমএস ধোনি সবসময় তাঁর উপর আস্থা রেখে এসেছেন এমনকি কোচ স্টিফেন ফ্লেমিংও তাঁর উপর সবসময় আস্থা রেখেছেন। মূলত ডেথ ওভারগুলোতে ওরা আমার উপর আস্থা রাখে কিন্তু অনেক সময় আমি প্রচুর রান দিয়ে ফেলি। ’

ব্র্যাভোর কথায়, তবু ডেথ ওভারে বোলিং করার বিষয়ে ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর বিশ্বাস হারায়নি। সেরা ক্রিকেটারদের সঙ্গে সবসময় সবকিছু তোমার পরিকল্পনা মতো ঘটে না। কিন্তু আমার নিজের প্রতি আস্থা রয়েছে। ’

(ঢাকাটাইমস / ৩ মে / এসইউএল)



[ad_2]