[ad_1]
ক্রীড়া ডেস্ক মে ২, ২০২০, ১১:৩৮:৫১
মরণ ব্যাধি করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী স্তব্ধ। যার প্রভাবে খেলাধুলাও বন্ধ। তাইতো বেশিরভাগ ক্রীড়াবিদই বেকার হয়ে পড়েছেন। এরফলে পর্তুগালের অনেক ক্রীড়াবিদ আর্থিক সংকটে সময় পার করছে। যদিও চুক্তির বাইরে থাকা ঘরোয়া অ্যাথলিটদের সাহায্যার্থে পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্যোগের প্রশংসা করেছেন জোয়াও মারিও। এদিকে, করোনার কারণে বন্ধ রয়েছে লিগ তাই নিজের চুক্তি নিয়েও বিপাকে রয়েছে লোকোমোটিভ মস্কো তারকা। শীঘ্রই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী মারিও।
খেলা নেই, নেই অর্থ তার উপর করোনার প্রভাব। এই মুহূর্তটা তাই ক্রীড়াবিদদের জন্য কঠিন পরীক্ষার। তাদের কষ্টটা অনুভব করেছেন ফুটবল দুনিয়ার বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাই নিজ দেশের এমন অনেক অ্যাথলিটের সাহায্যে এগিয়ে এসেছেন। অর্থ সংগ্রহ করছেন তাদের জন্য। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাথে থাকার আশ্বাস দিয়েছেন পর্তুগালের আরেক মিডফিল্ডার জোও মারিও।
করোনায় লিগ বন্ধ রয়েছে অনেক দিন। নেই জাতীয় দলের খেলা। তাই ঘর বন্দি সময় কাটছে এই তারকার। সময়টা কঠিন তবে বৃহত্তর স্বার্থে মানতে হবে সব নিয়ম। সতর্ক করলেন আবারো।
ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান তারকা মারিও এখন ধারে খেলছেন রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোতে। খেলা বন্ধ থাকায় নিজের চুক্তি নিয়ে পরেছেন বিপাকে। জুনের মধ্যে মস্কোর সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে মারিওর। তবে খেলা মাঠে গড়ালে ফুটবলারদের সমস্যাগুলোও দেখার অনুরোধ করেছেন এই ফুটবলার।
নিউজজি / সিআর
[ad_2]