[ad_1]
ভারতীয় অভিনেতা ইরফান খান। অভিনয় প্রতিভা দিয়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।
বলিউডের পাশাপাশি হলিউডের অ্যা মাইটি হার্ট, দি নেমসেক, স্লামডগ মিলিয়নিয়র, দি অ্যামাজিং স্পাইডার ম্যান, লাইফ অব পাই, জুরাসিক ওয়ার্ল্ড, পাজল ইত্যাদি সিনেমাতে অভিনয় করেছেন ইরফান। অভিনয় দক্ষতা দিয়ে সহ-অভিনয়শিল্পীদের মনও জয় করেছেন তিনি। সম্প্রতি এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউডে তার সহ-শিল্পীরা।
ইরফান খানের সঙ্গে অ্যা মাইটি হার্ট সিনেমায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে তার মহত্ব তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে, এজন্য তার সঙ্গে যেকোনো দৃশ্যে অভিনয় অনেক আনন্দের ছিল। তিনি প্রতিশ্রুতির ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন, পাশাপাশি তার হাসিটা মনে পড়ে। পরিবার, বন্ধু এবং ভারতে ও বিশ্বজুড়ে তার কাজ যারা পছন্দ করতেন সবার প্রতি আমার সমবেদনা রইল। ’
মাইকেল উইন্টারবটম পরিচালিত অ্যা মাইটি হার্ট সিনেমার গল্প ড্যানিয়েল পার্ল নামের একজন সাংবাদিককে নিয়ে, পাকিস্তানি সন্ত্রাসীরা যার শিরচ্ছেদ করে। এতে সাংবাদিকের স্ত্রী মারিয়ান পার্লের চরিত্রে অভিনয় করেন জোলি। অন্যদিকে করাচি পুলিশ প্রধান জিশান কাজমি চরিত্রে অভিনয় করেন ইরফান।
এদিকে জোলি ছাড়াও নাতালি পোর্টম্যান, ক্রিস প্যাট, কোলিন ট্র্যাভোর, ফ্রিডা পিন্টোসহ পরিচালক ড্যানিয়েল বয়েলের মতো অনেক তারকাই ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
নিউ ইয়র্ক, আই লাভ ইউ সিনেমায় ইরফানের সঙ্গে অভিনয় করেছেন নাতালি পোর্টম্যান। ইনস্টাগ্রামের সিনেমাটির একটি দৃশ্য শেয়ার করে তিনি লিখেছেন, ‘ইরফানের সকল ভালোবাসার মানুষকে ভালোবাসা পাঠালাম।’
জুরাসিক ওয়ার্ল্ড সিনেমায় ইরফানের সহ-অভিনেতা ক্রিস প্যাট মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘ইরফানের মতো একজন কিংবদন্তি অভিনেতার প্রয়াণে কষ্ট পেলাম। জুরাসিক ওয়ার্ল্ড সিনেমায় মাসারানির চরিত্রে অভিনয় করেছিলেন। ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো মানুষ। তাকে মনে পড়বে। ’
স্লামডগ মিলিয়নিয়ার সিনেমায় ইরফানের অভিনয়ের বিষয়টি উল্লেখ করেন পরিচালক ড্যানিয়েল বয়েল। তার ভাষায়, ‘চিত্রনাট্যে খুব বেশি দৃশ্য না থাকলেও ইরফান নিজের উৎকর্ষ, গুণে চরিত্রটিকে সম্ভাবনাময় করে তুলেছিলেন।’
ঢাকা / মারুফ
[ad_2]